ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রূপায়ণ হাউজিং ও  চায়না এনার্জির মধ্যে সমঝোতা স্মারক সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৬ জুলাই ২০২৩ | আপডেট: ১৩:০৯, ৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

রিয়েল এস্টেট কোম্পানি  রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রকল্পসমূহকে আরও বিশ্বমানের করে গড়ে তুলতে ইপিসি কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। 

বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 রাজধানীর মহাখালীর রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয়ে রূপায়ণ হাউজিং স্টেটের পক্ষে সিইও মো. আলীনুর রহমান ও চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি লিউ চ্যাং কিং চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির আওতায় রূপায়ণ হাউজিং এস্টেটের আসন্ন প্রকল্পসমূহও আধুনিক মানের করে গড়ে তুলতে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ কাজ করবে বলে জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ (অব:)।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লি: এর হেড অব মার্কেটিং সামিউল হাসান, রূপায়ণ একুয়া ফার্মিং লিমিটেডের হেড অব অপারেশন খান আসরাফুজ্জামান, ইন্ডিবর লিমিটেডের পরামর্শক মোবাশের হাসান এবং চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ এর মার্কেটিং ডিরেক্টর লুও জিয়ান ফেং উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি